messenger-chat-delete



ফেসবুক বা মেসেঞ্জারে বন্ধুবান্ধব কিংবা বিভিন্ন গ্রুপে অনেক চ্যাট করেন কিন্তু ভুল করে কোনো অনাকাঙ্ক্ষিত মেসেজ অন্যজনকে পাঠিয়ে দেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। এতদিন মেসেঞ্জারে চ্যাট করার সময় কাউকে ভুল করে কিছু সেন্ড করে দিলে সেটি আর ঠেকানো বা মুছে ফেলা যেত না।

মেসেঞ্জারের মধ্যে ডিলিট অপশন ব্যবহার করলে এতদিন মেসেজটি শুধুমাত্র আপনার কাছ থেকে মুছে যেত। কিন্তু অপর প্রান্তের ব্যক্তি মেসেজটি ঠিকই দেখতে পেতেন। যার ফলে অনেকসময় বিভিন্ন ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়।

তবে সুখবর হলো, ফেসবুক মেসেঞ্জারের একটি নতুন ফিচারের মাধ্যমে আপনি চাইলেই কাউকে পাঠানো মেসেজ উভয় প্রান্ত থেকে মুছে দিতে পারবেন। অর্থাৎ যাকে আপনি মেসেজটি পাঠিয়েছিলেন তিনিও আর ফেসবুকে/মেসেঞ্জারে মেসেজটি দেখতে পাবেন না।

গতকালই ফেসবুক মেসেঞ্জারের একজন প্রোডাক্ট ম্যানেজার তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে এই ফিচারের বিস্তারিত জানিয়েছেন।

কিন্তু এখানে একটা কথা আছে।

মেসেঞ্জারের মেসেজ মুছে ফেলার সুবিধা পেয়ে আপনি কি আনন্দিত? তাহলে আপনার আরো একটা বিষয় জেনে রাখা দরকার। আপনি কোনো মেসেজ সেন্ড করার পর সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত সেটি মুছে ফেলার সুযোগ পাবেন। ১০ মিনিট পার হওয়ার পর আপনি শুধু নিজের ইনবক্স থেকেই মেসেজটি মুছতে পারবেন। প্রাপকের ইনবক্সে তা থেকেই যাবে।

ফিচারটি শুধু ব্যক্তিগত মেসেজের ক্ষেত্রেই নয়, বরং বিভিন্ন গ্ৰুপেও কাজ করবে।



কীভাবে ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ডিলিট করব?

মেসেঞ্জারে যে মেসেজটি আপনি মুছে ফেলতে চান তার উপর টাচ করে ধরে রেখে একটু অপেক্ষা করুন। সেখানে মেসেজটি রিমুভ করার অপশন পাবেন।

messenger-chat-delete

রিমুভ অপশন টাচ করুন।

তারপর ওই মেসেজটি রিমুভ করার জন্য দুটি অপশন পাবেন। একটি শুধু নিজের কাছ থেকে ডিলিট করার (রিমুভ ফর ইউ), আর অন্যটি হলো একই সাথে উভয় প্রান্ত থেকেই মুছে ফেলার (রিমুভ ফর এভরিওয়ান);

messenger-chat-delete

উভয় প্রান্ত থেকে মেসেজটি মুছে ফেলতে চাইলে “রিমুভ ফর এভরিওয়ান” অপশন বাছাই করুন।

এরপর একটি সতর্কতা মূলক বার্তা আসবে। সেখান থেকে “রিমুভ” বাটন টাচ করুন।

messenger-chat-delete
মেসেজটি রিমুভ হয়ে যাবে।
messenger-chat-delete

তবে রিমুভাল সংক্রান্ত একটি বার্তা সেই মেসেজের জায়গায় প্রদর্শিত হবে।

আইফোনের জন্যও স্টেপগুলো একই রকম। আরো জানতে নিচের ছবিটি বড় করে দেখুন।

messenger-chat-delete

জেনে রাখা ভালো

তবে এটা মনে রাখা উচিত যে, কোনো মেসেজ এভাবে উভয় প্রান্ত থেকে মুছে দিলে ঐ প্রান্তের ব্যক্তি সেই মেসেজটি আর দেখবে না ঠিকই, কিন্তু আপনি যে ঐ মেসেজটি মুছে ফেলেছেন সে সংক্রান্ত একটি বার্তা ঐ মুছে ফেলা মেসেজের স্থলে দেখাবে।

ফিচারটি পেতে চাইলে মেসেঞ্জার এপ আপডেট করুন।

ফেসবুক ওয়েব ভার্সনেও এই সুবিধা পাওয়া যাচ্ছে

পিসিতে ফেসবুক মেসেজ ব্যবহারের সময় যেকোনো মেসেজ বা চ্যাট উইন্ডো ওপেন করে আপনার পাঠানো কোনো মেসেজের উপর মাউস ধরুন/ক্লিক করুন। তখন সেই নির্দিষ্ট মেসেজের পাশে তিনটি ডট চিহ্ন দেখতে পাবেন। সেই ডট চিহ্নে ক্লিক করলে রিমুভ অপশন পাবেন। তখন রিমুভ ক্লিক করে ‘রিমুভ ফর এভরিওয়ান’ সিলেক্ট করে মেসেজটি রিমুভ করুন।

যেভাবে আলোচনায় এলো মেসেজ মুছে ফেলার এই ফিচার

সে এক বিরাট ইতিহাস। গত বছর ফেসবুকে ডেটা স্ক্যান্ডালের পর হঠাত করেই অনেকে এক অবাক করা ব্যাপার দেখছিলেন। যারা যারা ইতোপূর্বে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গের সাথে ফেসবুকে মেসেজ আদানপ্রদান করেছেন, তারা সম্প্রতি ইনবক্স থেকে জাকারবার্গের মেসেজগুলো মুছে যেতে দেখেছেন। কিন্তু স্বাভাবিকভাবে এমনটি হওয়ার কথা ছিলনা। কারণ মেসেঞ্জারে সাধারণ নিয়মে একজনের ইনবক্স থেকে অন্যজন দূর থেকে মেসেজ ডিলিট করতে পারেনা। কিন্তু মার্ক জাকারবার্গের মেসেজ মুছে যাওয়ার ঘটনায় সবাই ব্যাপারটি আলোচনায় নিয়ে আসেন।

এরপর ফেসবুক বলেছে, কোম্পানিটি ইচ্ছাকৃত এই কাজটি করেছে, এবং ফেসবুকের কর্পোরেট নিরাপত্তার দোহাই দিয়ে কোম্পানিটি এই ঘটনায় আত্নপক্ষ নিয়েছে।

সেই সাথে ফেসবুক এটাও বলেছে যে, তারা কয়েক মাসের মধ্যেই নিজের পাঠানো মেসেজ অন্যের মেসেঞ্জার ইনবক্স থেকেও মুছে ফেলার ফিচার চালু করবে। তবে সবার জন্য সুবিধাটি চালু হওয়ার আগে ফেসবুক জাকারবার্গের আর কোনো মেসেজ দূর থেকে মুছবেনা, সেই ওয়াদাও দিয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment

Popular Posts

Blog Archive