play-store-tips-and-tricks

আমাদের এন্ড্রয়েড ডিভাইসে এপ কিংবা গেম করতে আমরা প্রতিদিনই গুগল প্লে স্টোর ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের এই কাজটিকে আরো মজাদার করে তুলতে আমরা খুঁজে বের বের করেছি কিছু মজার টিপস আর ট্রিকস।

ইন্ডি কর্নার

বড় কোম্পানি কিংবা টিম নয়, বরং ইন্ডি ডেভলপারদের তৈরি করা সেরা গেমসমূহকে প্লে স্টোরে আলাদা করে স্থান দেয়া হয়েছে। সবচেয়ে ইউনিক আইডিয়া আর গেমপ্লে সমৃদ্ধ এসব  গেমসমূহকে নিয়ে তৈরী করা হয়েছে ইন্ডি কর্নার।

ইন্ডি কর্নার ঘুরে আসুন

গেম ডাউনলোডের আগে ডেমো ট্রাই

প্লেস্টোরের কিছু কিছু গেম ডাউনলোডের আগে ডেমো মোড ট্রাই করার সুযোগ থাকছে। ফ্রি ফায়ার কিংবা ক্ল্যাশ রয়েল এর মত জনপ্রিয় গেমগুলোতেও দেখা মিলবে এই “ট্রাই নাও” নামে ফিচারটির।

ডেভলপার দ্বারা এপ সার্চ 

আপনি যদি কোনো নির্দিষ্ট ডেভলপারের তৈরী এপসমূহ খুজে থাকেন, তবে নিন্মোক্ত পদ্ধতিতে সার্চ করতে পারেন।

pub:”ডেভলপার এর নাম ” 

 

যেমন – pub:Google

প্যারেন্টাল কন্ট্রোলস

আজকালকার শিশু মাত্রই স্মার্টফোন আসক্ত। শিশুদের হাতে ফোন দেয়ার আগে আপনি চাইলেই প্যারেন্টাল কন্ট্রোলস ফিচারটি চালু করে প্লে স্টোরে শিশুর অভিজ্ঞতা নিরাপদ করতে পারেন।

প্যারেন্টাল কন্ট্রোলস চালু করতে প্লে স্টোরের মেনু থেকে সেটিংস এ প্রবেশ করুন। এরপর প্যারেন্টাল কন্ট্রোলস অপশনে প্রবেশ করে পছন্দসই সেটিংস সেট করে প্যারেন্টাল কন্ট্রোলস ফিচারটি চালু করতে পারবেন।      

উইশলিস্ট

ধরুন, প্লে স্টোরে আপনার কোনো একটি এপ বা গেম পছন্দ হয়েছে। কিন্তু ফোনে স্টোরেজ না থাকার কারণে সেটি এখন ডাউনলোড করতে পারছেন না কিংবা প্লে স্টোরে ব্যালেন্স না থাকায় সেটি কিনতে পারছেনা। সেক্ষেত্রে আপনি চাইলে এপটিকে উইশলিস্টে এড করতে পারেন। পরে আবার সময়মত উইশলিস্ট থেকে আপনি আপনার পছন্দের এপ বা গেমটি খুজে নিতে পারবেন।

কোনো এপ বা গেম উইশলিস্টে এড করতে এপ বা গেম এর পাশে থাকা ত্রি-ডট মেনু থেকে “এড টু উইশলিস্ট” অপশনে চাপ দিলেই হবে। প্লে স্টোরের মেনু থেকেই যেকোনো সময় ইউশলিস্টে থাকা এপ বা গেমগুলো দেখা যাবে। 

প্লে স্টোর আপডেট

গুগল সবসময় প্লে স্টোর আপডেট করতেই থাকে। তবে সবসময় স্বয়ংক্রিয়ভাবে আমরা আপডেট এর দেখা পাইনা। সেক্ষেত্রে আমরা চাইলে নিজেরাই প্লে স্টোর নিজেরাই আপডেট করে নিতে পারে।

প্লে স্টোর আপডেট করতে মেনু থেক সেটিংস এ প্রবেশ করুন। এরপর প্লে স্টোর ভার্সন লেখাটিতে বেশ কয়েকবার চাপ দিলেই কিছু সময়ের মধ্যে প্লে স্টোর আপডেট হয়ে যাবে।     

রেজিস্টার্ড ডিভাইস

নির্দিষ্ট একটি জিমেইল আইডি দ্বারা আপনি এযাবত কয়টি ফোনে প্লে স্টোর ব্যবহার করেছেন, খুব সহজেই তা দেখে ফেলতাম পারেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। এরপর সেটিংস থেকে এন্ডয়েড ডিভাইস ম্যানেজার অপশনে প্রবেশ করলেই দেখতে পাবেন উক্ত ইমেইল দ্বারা সকল কানেক্টেড ডিভাইসমূহ।   

কম্পিউটার থেকে এপ ডাউনলোড

আপনি চাইলে আপনার কম্পিউটার থেকেই যেকোনো গেম বা এপ আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে পছন্দের এপ বা গেম এর ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনাকে কানেক্টেড ডিভাইসসমূহের তালিকা দেখানো হবে। ওই তালিকা থেকে নির্দিষ্ট ডিভাইস সিলেক্ট করে ইন্সটল দেয়ার পর যখন আপনি আপনার ফোন ইন্টারনেটের সাথে কানেক্ট করবেন, তখন ই আপনার পছন্দের এপটি ইন্সটল হয়ে যাবে। 

সার্চ থেকে নির্দিষ্ট রেসাল্ট বাদ দেয়া

ধরুন আপনি চান যে সার্চ করার সময় কোনো একটি নির্দিষ্ট এপ সার্চ রেসাল্টে প্রদর্শিত না হয়। সেক্ষেত্রে আপনার সার্চ এর পাশে ড্যাশ দিয়ে উক্ত এপ এর নাম যুক্ত করলেই হবে। যেমন আপনি চান Social Media লিখে সার্চ করার সময় Facebook এপটি শো হবেনা। সেক্ষেত্রে আপনি “social media -Facebook” লিখে সার্চ করবেন।

আপনার পছন্দের গুগল প্লে স্টোর টিপস বা ট্রিকস কোনটি? কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে।

Related Posts:

  • The Kinemaster Engine Failed to Initialize Problem Fix। খুব সহজে সমাধান করুন আমরা যার কাইনমাস্টার ইউস করি তাদের কিছুদিন যাবত একটি সমস্যায় ভোগতেছি!চলুন আজকে দেখি কিভাতে তার সমাধান করা যায়-প্রথমে আপনার সমস্যা ওয়ালা এপ্সটি আনইনস্টল করুন।তার পর এই  লিংক  এ কিল্ক করুন এবং এপস্ টি ডাউনলোড কর… Read More
  • কম্পিউটারের স্পিড ঠিক রাখার ৫ কৌশল -24banglatech   pc-speed-tips যেকোনো ইলেকট্রনিক্স যন্ত্র কিছুদিন ব্যবহার করার পরেই তার গতি কমতে শুরু করে। কম্পিউটারও তার ব্যতিক্রম নয়। একটি নতুন কম্পিউটার প্রথম দিকে যে দ্রুত গতিতে কাজ করে সময়ের সাথে সাথে তার সেই গতি অনেকখানি ক… Read More
  • জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন অনেকেই দুর্ঘটনা বা অসচেতনতার দরুন জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড হারিয়ে ফেলেন। কিন্তু জানেন না কীভাবে আবার তা তুলতে হবে। এনিয়ে অনেকে দুশ্চিন্তা করেন। আসুন এবার জেনে নেয়া যাক, কীভাবে আপনি হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র বা … Read More
  • ডার্ক মোড ফিচার এলো হোয়াটসঅ্যাপ এর জন্য  ডার্ক মোড ফিচার এলো হোয়াটসঅ্যাপ এর জন্য বিভিন্ন রংয়ের বদলে যারা কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট দেখতে পছন্দ করেন, তাদের চোখে যেকোনো অ্যাপ এ ডার্ক মোড একটি আশীর্বাদস্বরুপ। আজকাল কমবেশি সব অ্যাপ … Read More
  • অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার উপায় New Update watch this video.... এই পোস্টে খুব সংক্ষেপে সহজভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার উপায় দেয়া হল। এই পদ্ধতিতে আপনি প্রভিশনাল এনআইডি পাবেন, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। যারা ভোটার হওয়ার জন্য ছব… Read More

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment

Popular Posts

Blog Archive