সম্প্রতি অ্যাপলের পাওয়া নতুন একটি পেটেন্টে ভাঁজ করা মোবাইল ফোনের ধারণা দেখা গেছে, অর্থাৎ অ্যাপল তাতে ফোল্ডিং আইফোন তৈরি করার কনসেপ্ট দেখিয়েছে।
পেটেন্ট এর তথ্য অনুযায়ী ফোল্ডেবল আইফোন যদি আসলেই তৈরি হয় তাহলে সেটার ভাঁজ করা অংশ প্লাস্টিকের পরিবর্তে কাঁচের হবে।
পেটেন্ট এ দেয়া নকশায় দেখা যাচ্ছে স্ক্রিন কীভাবে ভাঁজ করে রাখা যাবে যাতে ডিসপ্লের সর্বোচ্চ ব্যবহার করা যায়।
এই কনসেপ্ট ফোল্ডেবল আইফোনের অন্যতম বৈশিষ্ট্য হবে এর গ্লাস ডিসপ্লে এবং ভেতরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment