যারা ব্লগ ব্যাবহার করেন তারা প্রত্যেকেই চায় ব্লগ থেকে টাকা উপার্যন করতে। আর এই টাকা উপার্জনের অন্যতম মাধ্যম হলো Google Adsanc. কিন্তু বর্তমানে গুগল এডসেন্স সবাইকে এড প্রচার করার ক্ষমতা দেয় না।  যার কারনে প্রত্যেকেই বিকপ্ল উপায় খুজেন। আর এই বিকল্প উপায়ে টাকা উপার্জনের আরেকটা মাধ্যম হলো wab4dollar.
wap4dollar.com

যারা ব্লগ ব্যাবহার করেন তারা প্রত্যেকেই চায় ব্লগ থেকে টাকা উপার্যন করতে। আর এই টাকা উপার্জনের অন্যতম মাধ্যম হলো Google Adsanc. কিন্তু বর্তমানে গুগল এডসেন্স সবাইকে এড প্রচার করার ক্ষমতা দেয় না।
যার কারনে প্রত্যেকেই বিকপ্ল উপায় খুজেন। আর এই বিকল্প উপায়ে টাকা উপার্জনের আরেকটা মাধ্যম হলো wab4dollar.


চলুন আজকে জেনে নেই কিভাবে wap4dollar এর ads mywapblog সাইটে বসাবেন এর জন্য প্রথমে আপনাকে wap4dollar এ একটি একাউন্ট খুলতে হবে। 

তার জন্য প্রথমে এখানে যান তাপর রেজেস্ট্রিশন কমপ্লিট করুন।এক্ষেত্রে একটা পরামর্শ সেটা হলো আপনি যদি কারও রেফারেন্সে একাউন্টটি খোলেন সেক্ষেত্র আপনি এবং যাকে রেফারেন্সে হিসেবে দিবেন দুইজনেই পেয়ে যাবেন 0.25 points. আর যদি কারও রেফারেন্সে না খোলেন তবে কেউই কোন বোনাস পয়েন্ট পাবেন না। আর উপরের লিঙ্কের মাধ্যমে আপনি একাউন্ট খুললে আমার রেফারেন্সে একাউন্টটি খুলবেন।এবার আপনার মূল কাজ শুরু প্রখমে লগইন করুন। একটু নিচে দেখবেন Get JavaScript Code লেখা আছে। এবার JavaScript এ ক্লিক করুন। বক্সে কিছু কোড দেখবেন এগুলো কপি করুন। এবার আপনার mywapblog সাইটে লগ ইন করুন। Dashboard এ যান নিচে দেখবেন ads লেখা আছে সেখানে ক্লিক করুন। এবার smart phone এ ক্লিক করুন। একটা বড় বক্স আসবে সেখানে JavaScript কোডটা pest করে save করে দিন। ইনশাআল্লাহ গেরান্টি দিয়ে বলতে পারি ২৪ ঘন্টার মধ্যে আপনার কোড সাবমিট করা হয়ে যাবে।

Related Posts:

  • ফেসবুক দিচ্ছে সহজেই টাকা আয় করার সুযোগ! study newsroom অনেকেই প্রশ্ন করেন ফেসবুক থেকে টাকা আয় করা যায় কীভাবে? আবার কেউ কেউ জানতে চান, মোবাইলে টাকা আয় করার উপায় কী? এতদিন এই প্রশ্নের সরাসরি ও সহজ উত্তর ছিলনা। কিন্তু সম্প্রতি ফেসবুক একটি অ্যাপ চালু করেছে যেটা ব… Read More
  • দেখুন কিভাবে wap4dollar এর ads mywapblog এ বসাবেন। wap4dollar.com যারা ব্লগ ব্যাবহার করেন তারা প্রত্যেকেই চায় ব্লগ থেকে টাকা উপার্যন করতে। আর এই টাকা উপার্জনের অন্যতম মাধ্যম হলো Google Adsanc. কিন্তু বর্তমানে গুগল এডসেন্স সবাইকে এড প্রচার করার ক্ষমতা দেয় না। যার… Read More

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment

Popular Posts

Blog Archive