Fb-com
 নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক

অকুলাস কিংবা অগুমেন্টেড রিয়েলিটি গ্লাস এর মত হার্ডওয়্যার এর জন্য ফেসবুককে গুগল এর এন্ড্রয়েড অপারেটিংস সিস্টেম এর উপর নির্ভর করতে হয়, যা ফেসবুক এর জন্য অবশ্যই কোনো সুখকর অভিজ্ঞতা নয়। দ্যা ইনফরমেশন এর তথ্যমতে, ফেসবুক সম্প্রতি উইন্ডোজ এনটি এর সহ-উদ্ভাবক, মার্ক লুকভস্কাই কে একটি সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্বভার দিয়েছে।

ফেসবুক এর হার্ডওয়্যার এর ভাইস প্রেসিডেন্ট, এন্ড্রু বসওর্থ বলেন, “আমরা এটি নিশ্চিত করতে চাই যে, পরবর্তী প্রজন্মের কাছে যেনো আমরা যথাযোগ্য স্থান পাই। সেক্ষেত্রে আমরা অন্য প্রতিযোগীদের বিশ্বাস করতে পারছি না, তাই আমরা নিজেরাই কাজটি করতে চাই।”

আই ওএস (Eye OS)

নিজেদের অপারেটিং সিস্টেম তৈরির মাধ্যমে ফেসবুক সোস্যাল ইন্টারেকশন এবং গোপনীয়তা প্রদানের ক্ষেত্রে স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারবে। ফেসবুক জানায় যে এই উদ্যোগ শুধুমাত্র এআর গ্লাস এর জন্য। এছাড়াও এর মাধ্যমে ফেসবুক আরও কিছু অধিগ্রহণ থেকে বেরিয়ে আসতে পারবে, যা তাদের প্রতিযোগীদের কাছে তাদের শক্তিশালী করে তুলবে। বিশেষত যদি ফেসবুক তাদের অগুমেন্টেড রিয়েলিটি গ্লাস ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং এ ব্যবহার করতে পারে।

নিজস্ব অপারেটিং সিস্টেম না থাকার জন্য ফেসবুক এর অনেক আগে থেকেই আক্ষেপ ছিল। ভক্স এর তথ্যমতে, ২০১৩ সালে ফেসবুক একটি গোপন প্রজেক্টে কাজ করছিল যা কোডনেম ছিল অক্সিজেন। এই প্রজেক্টটির কাজ ছিল প্রয়োজনে প্লে স্টোরের বাইরে এন্ড্রয়েড এপ ডিস্ট্রিবিউট এর ব্যবস্থা করা। এছাড়াও নিজেদের মোড়কে এইচটিসি এর সাথে পার্টনাশিপ করে ফেসবুক ফোন নামে এন্ড্রয়েড ফোন বাজারে ছেড়েছিল ফেসবুক। তবে এই পণ্যটি ফেসবুক এবং এইচটিসি এর ব্যর্থ প্রোডাক্টগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।

বর্তমান এবং ভবিষ্যৎ

পূর্ববর্তী ভূলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর ফেসবুক। সে লক্ষ্যে নিজেদের হেডকোয়ার্টার থেকে ১৫ মাইল উত্তরে ৪০০০ কর্মচারী নিয়ে বার্লিনগেম এ ৭০হাজার স্কোয়ারফিট এর এআর/ভিআর টিম এর জন্য অফিস নির্মাণ করেছে ফেসবুক। 

এছাড়াও হার্ডওয়্যার জগতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে ৪.৫বিলয়ন ডলারের বিনিময়ে সেমিকন্ডাক্টর কোম্পানি সিরাস লজিক কে কিনে নেয় ফেসবুক, যা অ্যাপল এবং অন্যদের জন্য অডিও চিপ তৈরি করে। এসব উদ্যোগ এর মাধ্যমে পুনরায় বাজারে নিজেদের হারানো স্থান ফিরে পাবে বলে আশাবাদী ফেসবুক। 

Related Posts:

  • ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু করার উপায় -24BanglaTech ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু করার উপায় আপনি কি ডার্ক মোড এর ব্যাপারে জানেন? সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু হয়েছে। ডার্ক মোড হচ্ছে এমন একটি ফিচার যা স্ক্রিনের খালি অংশগুলো কালো করে দেয়। সাধারণত স্ক্রিনের… Read More
  • ফেসবুক মেসেঞ্জার থেকে মেসেজ মুছে ফেলার উপায় এলো! ফেসবুক বা মেসেঞ্জারে বন্ধুবান্ধব কিংবা বিভিন্ন গ্রুপে অনেক চ্যাট করেন কিন্তু ভুল করে কোনো অনাকাঙ্ক্ষিত মেসেজ অন্যজনকে পাঠিয়ে দেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। এতদিন মেসেঞ্জারে চ্যাট করার সময় কাউকে ভুল করে কিছু সেন্ড করে… Read More
  • নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক!!!    নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক অকুলাস কিংবা অগুমেন্টেড রিয়েলিটি গ্লাস এর মত হার্ডওয়্যার এর জন্য ফেসবুককে গুগল এর এন্ড্রয়েড অপারেটিংস সিস্টেম এর উপর নির্ভর করতে হয়, যা ফেসবুক এর জন্য অবশ্যই কোনো সুখকর … Read More
  • ভিডিও কলের জন্য বিশেষ ডিভাইস আনলো ফেসবুক! ভিডিও কলের জন্য বিশেষ ডিভাইস আনলো ফেসবুক !!! কিছুক্ষণের জন্য গুজব ছিল, ফেসবুক কিছু দেখতে পারে। কিন্তু কেউ এটা ঠিক মত বলতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5 লাখ ব্যবহারকারী হ্যাকিং আক্রমণের খবর! যদিও ফেসবুক ক্যামব্রিজ বিশ্লে… Read More
  • ফেসবুক মেসেঞ্জারে এলো এইচডি ভিডিও ও ৩৬০ডিগ্রি ফটো সাপোর্ট -24BanglaTech   ইউজার প্রাইভেসি নিয়ে যতই সমস্যার মধ্যে থাকুক না কেন, নতুন নতুন সুবিধা চালু করা থেকে বিরত নেই ফেসবুক। কিছুদিন আগেই মেসেঞ্জার লাইট অ্যাপে চালু হয়েছে অডিও-ভিডিও কল। আর আজ কোম্পানিটি মূল মেসেঞ্জার অ্যাপে চালু করেছে… Read More

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment

Popular Posts

Blog Archive