অনেকেই দুর্ঘটনা বা অসচেতনতার দরুন জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড হারিয়ে ফেলেন। কিন্তু জানেন না কীভাবে আবার তা তুলতে হবে। এনিয়ে অনেকে দুশ্চিন্তা করেন।

আসুন এবার জেনে নেয়া যাক, কীভাবে আপনি হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড তুলবেন।

 
lost-my-nid-card-bd
Lost my nid card bd

১. যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন:

• যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।

• তারপর সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি (জরুরি ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা) জমা দিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কাছে জিডির কপি ও টাকার রশিদ জমা দিতে হবে।

• তারপর স্মার্টকার্ড বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

২. নিবন্ধন স্লিপ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে:

যাদের ভোটার নিবন্ধনের সময় প্রদান করা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি রেজিস্ট্রারে ভোটারের নাম, পরিচয়পত্র নম্বর ও ভোটারের স্বাক্ষর নিয়ে স্মার্টকার্ড দেয়া হয়। এক্ষেত্রে কোনো জিডি করতে হবে না।

৩. জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু স্লিপ আছে:

যেসব ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু নিবন্ধন স্লিপ আছে। তাদের মূল নিবন্ধন স্লিপসহ স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

Related Posts:

  • শেয়ারইটের বিকল্প অ্যাপ কোনগুলো? শেয়ারইট বাংলাদেশের অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীই সীমিত মোবাইল ডেটা ব্যবহার করায় ফাইল আদান-প্রদানে অ্যাপভিত্তিক শেয়ারিং পছন্দ করেন। ফাইল শেয়ারিংয়ে ব্লুটুথ এর ব্যবহার দীর্ঘদিন আগেই সেকেলে হয়ে গেছে। ওয়াইফাই ভিত্তিক ফাইল… Read More
  • MX Player এর ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি লাগিয়ে বন্ধুদের অবাক করে দিন। MX player background change MX player এর ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি লাগাতে পারবেন তো বুঝতেই পারছেন কেমন হতে যাচ্ছে আজকের পোস্টটি তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি এর জন্য আপনাকে প্রথমে MX Player এর Mod Version টা… Read More
  • How to check own SIM Number Teletalk, GP, Banglalion,Robi, Airtel To Check own/My Number on other operators: Airtel Bangladesh (016) Dial *121*6*3# Grameenphone (017) Dial *2# BanglaLink (019) Dial *511# Teletalk (015) Dial *551#   Robi  (018) Dial *2#  … Read More
  • সকল মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার উপায় একসময় মোবাইলের ব্যাল্যান্স শেষ হয়ে গেলে মিসড কল ছাড়া আর কোন গতি ছিল না। কিন্তু বর্তমানে অপারেটররা ইমারজেন্সি ব্যালেন্স নামে এক ফিচারের মাধ্যমে গ্রাহকদেরকে আর ব্যাল্যান্সহীন অবস্থায় অচল থাকতে দিচ্ছে না। সব মোবাইল অপারেটর… Read More
  • পুরাতন ফোন বিক্রয় ও ক্রয়ের আগে করণীয় second hand mobile এমন অনেকেই আছেন যারা সব সময় নতুন মডেলের ডিভাইস ব্যবহার পছন্দ করেন। আবার কেউ কেউ কোনো ডিভাইসের নতুন মডেল এলে সাথে সাথে না কিনে কিছুদিন পর একটু কম দামে সেকেন্ড হ্যান্ড নিয়ে নেন। যদি আপনার আগের… Read More

1 টি মন্তব্য:

Thanks for your comment

Popular Posts

Blog Archive