বিভিন্ন রংয়ের বদলে যারা কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট দেখতে পছন্দ করেন, তাদের চোখে যেকোনো অ্যাপ এ ডার্ক মোড একটি আশীর্বাদস্বরুপ।
আজকাল কমবেশি সব অ্যাপ ডেভলপার কোম্পানিগুলোই তাদের অ্যাপে ডার্ক মোড ফিচারটি যুক্ত করছে। এরই সাথে তাল মিলিয়ে তাদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ এ ডার্ক মোড ফিচারটি যুক্ত করল ফেসবুক।
হোয়াটসঅ্যাপ এ ডার্ক মোড ফিচারটি এখন শুধুমাত্র বেটা ভার্সন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। বেটা ভার্সনের জন্য সাইন আপ প্রসেস ও বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে।
সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এ ডার্ক মোড ব্যবহার করতে থার্ড পার্টি এপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ এর যথাযথ ভার্সনটি ইন্সটল করতে হবে। আপনি চাইলে APKMirror থেকে ডাউনলোড করতে পারেন।
হোয়াটসঅ্যাপ এ যেভাবে ডার্ক মোড অন করবেন –
হোয়াটসঅ্যাপ এ ডানদিকের টপ কর্নারে থাকা থ্রি ডট মেন্যুতে প্রবেশ করুন।
Settings এ প্রবেশ করুন।
Chats মেন্যুতে প্রবেশ করুন।
সেখানে Theme মেন্যুতে এ Lite এবং Dark মোড নামে দুইটি অপশন পাবেন।
ডার্ক মোড চালু করতে Dark Mode অপশনটি সিলেক্ট করুন।
![]() |
whatsapp-dark-mode-beta-feature |
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment